কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

সাতক্ষীরার কলারোয়ায় সোমবার বেলা ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-১৫মুল্যায়ন সভা, সমাপনী অনুষ্ঠান এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এসময় অন্যন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, প্রাণি সম্পদ অফিসার ডাঃএএফএম আতিকুজ্জামান, শিক্ষাবিদ এমএ ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি মাস্টার দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, জুলফিকার আলী, সফল গলদা চাষী রাশিদা বেগম, মনোসেক্র চাষী আব্দুল্লাহ মাহমুদ, হ্যাচারী মালিক আলহাজ্ব জালাল উদ্দীন, মৎস্য অফিসের ক্ষেত্র সহারী আবুল কাশেম, মনিরুজ্জামান, কলারোয়া ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির সিনিয়র উপজেলার ম্যানেজার আতিয়ার রহমান, হিসাব রক্ষক রাজন কুমার দাস, স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা বিপ্লব কুমার, কর্মসূচি সংগঠক আঃ রশিদ, রেজাউল করিম, মাঠ সংগঠক রফিকুল ইসলাম, সীমান্ত কুমার প্রমুখ।

অনুষ্ঠান শেষে সফল গলদা চাষী রাশিদা বেগম, মনোসেক্র চাষী আব্দুল্লাহ মাহমুদ, হ্যাচারী মালিক আলহাজ্ব জালাল উদ্দীনকে ক্রেষ্ট প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার বজলুর রহমান।



মন্তব্য চালু নেই