কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় খরিপ-১/২০১৬-১৭ মওসুমে উফশি ও নেরিকা আউশ ধান চাষে প্রনোদনার লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিন, কৃষি কর্মকর্তা মহসীন আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান, খান মোনতাজউদ্দীন, লুৎফর রহমান,মনিরুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব আবুল হাসান। পরে উপজেলার ৬ টি ইউনিয়নে ৬৯০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়। এভাবে বাকি ৬টি ইউনিয়ন ও পৌর সদরের কৃষকদের মাঝেও সার, বীজ ও নগদ টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই