কলারোয়ায় ওয়াশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় বুধবার সকালে টিএলসিসি সদস্যদের ওয়াশ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে এবং ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র রফিকুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, খান মোঃ সাইফুর রহমান ও টেনিং অফিসার মোঃ ফারুক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন টিএলসিসি সদস্য পৌর সভার প্যানেল মেয়র মাগফুর রহমান রাজু, ফারহানা হোসেন, কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শেখ জামিল হোসেন, সচিব সাইফুল ইসলাম, প্রকৌশলী ওয়াজিহুর রহমান, সহকারী প্রকৌশলী আনিছুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, টিএলসিসি সদস্য শেখ ফারুক আহম্মেদ, শীলা রাণী হালদার, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জুলফিকার আলী, কবী আজগর আলী, সন্তোষ কুমার পাল, সেলিম আলী গাজী, সোহরাওয়ার্দ্দী, সুধেন্দু শেখর সাহা কাজল, জাহাঙ্গীর হোসেন, মীর তৌহিদুর রহমান, আব্দুল মোমিন প্রমুখ।



মন্তব্য চালু নেই