কলারোয়ায় প্রাক্তন ছাত্রদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

সাতক্ষীরার কলারোয়ায় ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঈদের ২য় দিন শনিবার দিনভর কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠত হয়।

ঐতিহ্যবাহী কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুলের এসএসসির প্রাক্তন ৬টি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিক্স-এ-সাইড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ২০০১ সালের ব্যাচের ক্রিকেট টিম। রানার্সআপ হয় ২০০৩ সালের এসএসসি ব্যাচ।

‘ফেন্ডস সার্কেল ৯৯’ আয়োজিত ‘গেট টুগেদার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫’ উদ্বোধন করেন শ্রী সুভাষ সরকার।

ফাইনাল ম্যাচে ২০০৩ সালের ব্যাচ নির্ধারিত ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে। জবাবে ২০০১ সালের ব্যাচ ২উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। ফলে ৮ উইকেটের বিশাল জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০০১ এর ব্যাচটি।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ২০০০ সালের ব্যাচের রনি।

টুর্নামেন্টে অংশ নেয় ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৯, ২০০০, ২০০১ ও ২০০৩ সালের এসএসসি ব্যাচের ক্রিকেট একাদশ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন কলারোয়া পাবলিক ইন্সটিটউটের সাধারণ সম্পাদক এড.কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।

খেলাগুলো পরিচালনা করেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার মাসউদ পারভেজ মিলন।

ধারভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন ও মাস্টার আব্দুল ওহাব মামুন।



মন্তব্য চালু নেই