কলারোয়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায়কারিতাস’র উদ্যোগে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার আইসিডিপি ঋষি প্রকল্প’র পিআইসি সদস্য শিরিল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলারোয়া কমিউনিটি ডেভেল্পমেন্ট অফিসার সুকুমার দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্ল, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক আব্দুল আজিজ, দলিত ঋষি ফেডারেশনের কলারোয়া উপজেলা সভাপতি মিঃ লুকাস মন্ডল, সংকল্প ক্রেডিট ইউনিয়নের সম্পাদক মিসেস ববিতা মন্ডল, সুমনা রায়, সুমিত রোজারিও, দাস সম্প্রদায়ের নেতা শ্রী অসীম দাসসহ কারিতাস এর আইসিডিপি ঋষি প্রকল্প’র বিপুল সংখ্যক সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কারিতাস’র কলারোয়া কমিউনিটি ডেভেল্পমেন্ট অফিসার সুকুমার দাস। এর আগে একটি বিশাল র‌্যালি নিয়ে কলারোয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন কারিতাস’র কলারোয়া কমিউনিটি ডেভেল্পমেন্ট অফিসার সুকুমার দাস।



মন্তব্য চালু নেই