কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক দূর্ঘটনায় আহত, সুস্থতা কামনা

কামরুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (কলারোয়া, সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সাচিবিক বিদ্যা বিষয়ের প্রভাষক এইচ এম কামরুজ্জামান বকুলের আশু সুস্থতা কামনা করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহতাবস্থায় বর্তমানে তিনি খুলনা গাজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশংকাজনক।

প্রভাষক কামরুজ্জামান বকুলের সুস্থতা কামনা করেছেন কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক কার্তিক চন্দ্র মিত্র, শাহিনুর রহমান, প্রভাষক শেখ আলকামুন বাবলু, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক আলতাফ হোসেনসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী।

উল্লেখ্য, গত বুধবার কলেজ যাওয়ার পথে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা প্রেরণের আগমুহুর্ত থেকে বৃহষ্পতিবার রাত পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলেজের সকল শিক্ষক।



মন্তব্য চালু নেই