কলারোয়ার বিভিন্ন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

গতকাল রোববার কলারোয়ার বিভিন্ন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, সহকারী কেন্দ্র সচিব গোলাম আযম, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী, গোলাম রহমান, রাশেদুল হাসান কামরুল, শেখ জিল্লু, আনিছুর রহমান, ফিরোজ জোয়ার্দ্দার, কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, মাস্টার বদরুজ্জামান বিপ্লব, হল সুপার ওমর ফারুক, শিক্ষক আনিছুর রহমান, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, শিক্ষক রুহুল আমীন, গোলাম রব্বানী, হল সুপার ইয়াছিন আলী, সহকারী হল সুপার হাবিবুর রহমান, কেন্দ্র সচিব বদরুজ্জামান প্রমুখ।

 

কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৪ অনুষ্ঠিত
সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, সম্পাদক আব্দুর রহিম
গতকাল রোববার কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. শেখ কামাল রেজা,সদস্য সচিব সাজেদুর রহমান খান চৌধুরী ও সদস্য সাংবাদিক দীপক শেঠ। এবার বিনা প্রতিদন্দিতায় সভাNews-photo-23পতি নির্বাচিত হয়েছে মনজুরুল ইসলাম মিঠু,সহ-সভাপতি মজনুর রহমান,আঃ ওদুদ,শওকাত আলী,সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মোক্তার আলী, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক হদুল ইসলাম গামা, সড়ক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, নির্বাহী সদস্য আজগার আলী, লাল্টু, আবদার আলী। গতকাল রোববার বিকালে কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০১৪ এর সকল তথ্য এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

 

কলারোয়ায় ডিলিং লাইন্সেস না থাকায় ২ স্বর্র্ণ ব্যবসায়ীকে জরিমানা

গতকাল রোববার বেলা ১২টার দিকে কলারোয়া বাজারে মোবাইল কোটের মাধ্যমে ২জন স্বর্ণ ব্যবসায়ীর ডিলিং লাইন্সেস না থাকার অপরাধে ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বেঞ্চসহকারী ভবতোষ বাবু,কলারোয়া থানার এসআই শোয়েব আলী প্রমুখ।

 

অল্পের জন্য বেঁচে গেলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ
শনিবার রাত সাড়ে ৯টায় দিকে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের রুমে বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে একটি ফ্রিজ পুড়ে ছায় হয়েছে। জানা গেছে, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. হাসান সোরওয়ার্দী কলেজের অধ্যক্ষের রুমের পাশে একটি ছোট রুমে রাতে ঘুমান। শনিবার তিনি ওই কলেজের একটি ফ্রিজ স্থানীয় পৌর বাজারের মেকার দিয়ে মেরামত করেন। ফ্রিজটি তিনি তার রুমে নিয়ে রাখেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি ল্যার্টিনে গেলে হঠাৎ শুনতে পান একটি বিটক শব্দ। পরে সাথে সাথে তিনি  ল্যার্টিন থেকে বের হয়ে দেখেন তার শয়ন কক্ষে দাউ দাউ করে আগুণ জ্বলছে। সাথে সাথে স্থানীয় থানা পুলিশ, বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। একই সঙ্গে কলেজ হোস্টেল ছাত্ররা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রে আনে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ওই কলেজের সহকারী অধ্যক্ষ অহিদুল আলম মন্টুসহ কলেজের অন্যান্য শিক্ষকরা। রাতেই সংবাদ পেয়ে হাজির হন সাংবাদিক জুলফিকার আলী, কেএম আনিছুর রহমান, কলেজ প্রতিষ্ঠাতা আজিজুল হক চৌধুরীর ছোট ছেলে সাংবাদিক আরিফ চৌধুরী।



মন্তব্য চালু নেই