কলারোয়ার একড়া-বুইতা গ্রামে ২শ’৯০টি পরিবার নতুন করে বিদ্যুতের আলোয় আলোকিত হলো

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গতকাল শনিবার সকালে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া-বুইতা গ্রামের ২শ’৯০টি পরিবারকে নতুন করে পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এই সকল পরিবার ছিলো বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। কলারোয়ার কৃতি সন্তান আমাদের গর্ভ সাংবাদিক সাইফুল্লাহ আজাদ সাতক্ষীরা পল্লী বিদ্যুতের দুই দুই বার সচিব নির্বাচিত হওয়ায় তিনি যেখানে বিদ্যৎহীন রয়েছে সেখানে নিজের উদ্যোগ নিয়ে নতুন করে বিদ্যুৎ লাইন দিয়ে সেই গ্রামকে আলোয় আলোকিত করছেন। তারই প্রতিফলন হলো শনিবার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া-বুইতা গ্রামে ২শ’৯০টি পরিবার। এ উপলক্ষে বাইতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও নতুন লাইন উদ্বোধন। জলালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব সাইফুল্লাহ আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম খান, কলারোয়া শাখার সহকারী জেনারেল স্বপন কুমার পাল, প্রভাষক আমজাদ হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, আওয়ামীলীগনেতা শহিদুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি বিএম আঃ সামাদ, সাংবাদিক জুলফিকার আলী, কামরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব সাইফুল্লাহ আজাদ বিদ্যুতের সুইচ টিপে নতুন সংযোগ চালু করেন।



মন্তব্য চালু নেই