কলাবাগানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে থেকে ছাত্র ধর্মঘট সমর্থনে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১২টায় স্টেট ইউনিভার্সিটির বিজয় ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মিরপুর রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মিছিল থেকে ভ্যাট বিরোধী বিভিন্ন ম্লোগান দেয়।

এই মিছিলকে কেন্দ্র করে নিউমার্কেট-মিরপুর রোডে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে শুক্রাবাদে নিজেদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও। ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে।

শনিবার সকাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে তিনদিনের সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। টানা সোমবার পর্যন্ত চলবে এ কর্মসূচি।

আজকের কর্মসূচি প্রসঙ্গে ‘নো ভ্যাট অন এডুকেশন’র মূখপাত্র ফারুক আহমাদ আরিফ বলেন, ‘সারাদেশ থেকে খবর পেয়েছি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোতে শিক্ষক ও ছাত্ররা সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট পালন করছে।’



মন্তব্য চালু নেই