কলম্বিয়ায় ৩১০০ গর্ভবতী নারী জিকায় আক্রান্ত

কলম্বিয়ায় ৩১০০ জনেরও বেশি গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস শনিবার এই তথ্য জানিয়েছেন।

এডিস মশাবাহিত জিকা ভাইরাস বিশ্বের ২৩টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা নেই। তবে গর্ভবতী নারী এই ভাইরাসে আক্রান্ত হলে সন্তান ছোটা মাথা নিয়ে জন্ম হয় বলে চিকিৎসকরা সতর্ক করেছেন। ছোট মাথা বা ত্রুটিযুক্ত মস্তিষ্ক নিয়ে জন্মানোর এই সমস্যাটিকে বলা হয় ‘মাইক্রোসেফালি’। তবে জিকার সঙ্গে মাইক্রোসেফালির সম্পর্কের বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জিকার বিরুদ্ধে এখনো কোনো প্রতিষেধক আবিস্কৃত হয়নি। এ কারণে ব্রাজিল ও কলম্বিয়ার নারীদের ২০১৮ সাল পর্যন্ত সন্তান না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, আশা করা যায় আগামী দুই বছরের মধ্যে জিকা ভাইরাসের প্রতিষেধক বিজ্ঞানীরা আবিস্কার করতে পারবেন।

টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে সান্তোস বলেন, কলম্বিয়ায় বর্তমানে ২৫,৬৪৫ জন মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩,১৭৭ জন গর্ভবতী নারী।



মন্তব্য চালু নেই