কলকাতার প্রথম নারী ‘হিরো’ শ্রাবন্তী

হাওয়া বদলাতে শুরু করেছে কলকাতাতেও। এবারে স্থানীয় চলচ্চিত্র নির্মাতারা নারী চরিত্র নির্ভর সিনেমা বানাচ্ছেন বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। দেশটির বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এ ঘরনার সিনেমার জন্য প্রথম বাজি ধরা হচ্ছে শ্রাবন্তীকে নিয়ে। খবর নিশ্চিত করেছেন শ্রাবন্তী নিজেও।

এই যুগের নারীদের নিয়ে পরিচালক পল্লব গুপ্তার সিনেমা ‘শেষ সংবাদ’। এই সিনেমাতেই মুখ্য নারী চরিত্রে দেখা যাবে এই টলিসুন্দরীকে। এই সম্পর্কে সাংবাদিকদের শ্রাবন্তী বলেছেন- ‘এই ছবিটি মূলত মহিলাদের জীবন সংগ্রামের গল্প নিয়ে। এখানে টলিউডের বেশ কয়েকজন নায়িকাকে দেখা যাবে। তবে আমি খুবই খুশি যে পল্লব আমাকে এই ছবির একটি মুখ্য চরিত্র হিসাবে বেছে নিয়েছে।’

সিনেমার পরিচালক পল্লব বলেন- ‘শেষ সংবাদ’ মূলত মহিলাদের ক্ষমতার লড়াইয়ের গল্প। যেখানে দেখানো হবে আজকের যুগে দাঁড়িয়েও কিভাবে কিছু কর্পোরেট সংস্থান মহিলাদের যোগ্য সম্মান দেয় না। তাছাড়া এই ছবিতে এমন একজন মহিলার কাহিনি আছে, যে একজন সাধারণ গৃহবধূ হয়েও তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে বার করে এবং সবার সামনে তার মুখোশ খুলে দেয়। আর এই চরিত্রের জন্য আমি শ্রাবন্তীকে উপযুক্ত মনে করি।’



মন্তব্য চালু নেই