চিকিৎসক অপহরণের প্রতিবাদে

কর্মবিরতি পালন করেছে চিকিৎসকরা

খুলনার চিকিৎসক তানভীর অপহরণ চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় দু’ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিএমএ’র আহ্বানে এ কর্মবিরতি পালন করেন তারা।

এ কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

চিকিৎসা সেবা নিতে আসা রোগী আব্দুর রহিম জানান, ডাক্তাররা সকাল থেকে রোগী দেখছে না। তবে, কি কারণে দেখছে না তা জানি না।

হাসপাতালে ভর্তি একাধিক আবাসিক রোগী জানান, সকাল থেকেই ডাক্তাররা ওয়ার্ড ভিজিট করে। কিন্তু আজ কেউ আসেনি। এতে তাদের নানা সমস্যা পোহাতে হচ্ছে।

জেলা বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান জানান, খুলনার চিকিৎসক তানভীর আহমেদ বাপ্পী অপহরণ মামলার আসামিদের গ্রেফতার না করার প্রতিবাদে বিএমএ’র আহ্বানে সাতক্ষীরায় অনির্দিষ্টকালের জন্য চিকিৎসক ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দু’ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা।

সম্প্রতি খুলনার চিকিৎসক তানভীর আহমেদ বাপ্পীকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা।



মন্তব্য চালু নেই