কম্পিউটার ব্যবহারকারীরা সাবধান!

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে সবকিছু, তৈরি হচ্ছে নতুন নতুন পণ্য। মারণাস্ত্র থেকে মারণাস্ত্র বিধ্বংসী যন্ত্রও আবিষ্কার হচ্ছে। অত্যাধুনিক কম্পিউটার আবিষ্কারের পাশাপাশি এটি ধ্বংসের যন্ত্রও আবিষ্কার হচ্ছে।

এমনই এক ইউএসবি স্টিক বানিয়েছেন ‘ডার্ক পার্পল’ ছদ্মনাম ব্যবহারকারী এক রুশ সাইবার নিরাপত্তা গবেষক। ‘ইউএসবি কিলার’ নামের ওই ডিভাইসটি দেখতে একটি সাধারণ ইউএসবি স্টিকের মতোই। কম্পিউটারের ইউএসবি পোর্ট দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ পাঠায়। এতেই নষ্ট হয়ে যায় কম্পিউটার।

‘ইউএসবি কিলার’ ইউএসবি পোর্ট আছে এমন যেকোনো ডিভাইস নষ্ট করে দিতে সক্ষম। এমনটি জানিয়েছেন ‘ডার্ক পার্পল’। এর কারিগরী বিবরণ এখনো অস্পষ্ট রাখা হলেও প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ইউএসবি পোর্ট দিয়ে ‘মাইনাস ২২০ ভোল্ট’ চার্জ পাঠায়।

এ ডিভাইসটি সম্পর্কে চলতি বছরের মার্চে প্রথম জানিয়েছিলেন ‘ডার্ক পার্পল’।

বাজারে এ ডিভাইসটি পাওয়া গেলে যেকোনো অপরিচিত ব্যক্তির ইউএসবি স্টিক ব্যবহার করার ঝুঁকি আরো বাড়বে বলে জানিয়েছে ম্যাশএবল ডটকম।



মন্তব্য চালু নেই