কবে সেই সাত দিন শেষ হবে : এরশাদ

মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আপনারা বলেছিলেন, সাত দিনের মধ্যে দেশ স্বাভাবিক হয়ে যাবে। কত সাত দিন গেল, কবে সেই সাত দিন শেষ হবে।’

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় রবিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় এরশাদ প্রথমবারের মতো ডা. মিলন হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, ‘কে বা কারা ডা. মিলনকে হত্যা করেছে জানি না। তবে আমরা ডা. মিলন হত্যার বিচার চাই।’

উল্লেখ্য, এরশাদ সরকার আমলেই ১৯৯০ সালের ২৭ নভেম্বর নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।

সাবেক এ রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন, ‘স্বাধীনতার ৪৩ বছর পর আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইছি। এটা দুঃখজনক। দেশ কি তাহলে অকার্যকর রাষ্ট্র হবে? মানুষকে শান্তি দিতে না পারলে দুই দলই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

এরশাদ বলেন, ‘এখনো সময় আছে, জ্বালাও-পোড়াও বন্ধ করুন। সরকারকে বলব, শান্তি আনুন। তা না হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পার্টির কৃতিত্ব দাবি করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির কর্মীরা বুক ফুলিয়ে বলবে, শহীদ মিনার আমরা করেছি। ২৮ বছর আগে শহীদ মিনার করে ২৬ বছর পর আমি শহীদ মিনারে গিয়েছি। যারা আমাকে যেতে দেয়নি, এখন তারাও যেতে পারেনি। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, এম এ হান্নান এমপি, সাইদুর রহমান টেপা, সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, যুগ্ম-মহাসচিব জহিরুল ইসলাম জহির ও নুরুল ইসলাম নুরু প্রমুখ।



মন্তব্য চালু নেই