কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কার্টুন প্রতিযোগিতা

মোঃ ওয়াহিদুল ইসলাম : দুর্নীতি দমন কতৃক ঘোষিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের নিয়ে কার্টুন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের হল রুমে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরূল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জাহাঙ্গীর আলম, চরুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মন, দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান, রতন কুমার দাস, চরুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, চরুকলা বিভাগের শিক্ষক আল মঞ্জুর এলাহী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মেছাবাহোদ্দজা প্রমূখ।

আলোচনা সভা শেষে কাটুন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং গ্যালারী পরিদর্শন করেন।



মন্তব্য চালু নেই