কবি নজরুলের ভোটকেন্দ্র রণক্ষেত্র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ ধরে এ সংঘর্ষ চলে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সরকার সমর্থিত প্রার্থির কর্মীরা অভিযোগ করেন, ভোটকেন্দ্রের ভেতরে জামাত-শিবির কর্মীরা ককটেল ফাটায়। এ জন্য আমরা তাদের তাড়িয়ে দিয়েছি।

পরে পুলিশ লাটিচার্জ করে সাধারণ জনগণকে সরিয়ে দেয়। আপাতত ভোটকেন্দ্রে ভোটগ্রহন স্থগিত আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে উত্তেজিতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা কবি নজরুল কলেজে অবস্থান নেয়। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এয়ার মোহাম্মদ এয়ার এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের সমর্থক বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউ গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডে। এটি পুরুষ ভোটকেন্দ্র। কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৩২৮ জন।

পরে কেন্দ্রের পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।



মন্তব্য চালু নেই