কবরের সামনে কোরআন তিলাওয়াত করা কি জায়েজ?

প্রশ্ন : কবরের সামনে কি কোরআন তিলাওয়াত করা জায়েজ?

উত্তর : না, কবরের সামনে কোরআন তিলাওয়াত করা যাবে না। কোরআন তিলাওয়াত করে আপনি কাকে শোনাবেন? কবরবাসীকে শোনানোর কোনো সুযোগ নেই। যেহেতু কবরে যারা আছে তারা আর শুনতে পারবে না, সুতরাং কবরে গিয়ে কোরআন তিলাওয়াত হবে না। তিলাওয়াত হবে মূলত আপনার প্রয়োজনে, আপনি যেখানে পারেন, সেখানে তিলাওয়াত করবেন। যিনি তিলাওয়াত করবেন, তিনি তাঁর সুবিধার জন্য তিলাওয়াত করবেন। কবরবাসী এর মাধ্যমে আর উপকৃত হবে না।

কবরে যাঁরা আছেন, তাঁদের স্বজনরা ইচ্ছা করলে বাসায় নফল নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে দোয়া করতে পারেন।

তবে নফল নামাজ ছাড়া অথবা তিলাওয়াত ছাড়াও দোয়া করতে পারবেন। দোয়া সব সময় করতে পারবেন। দোয়া একেবারে উন্মুক্ত বিষয় এবং সেটি একেবারে কবরের সামনে গিয়ে দোয়া করতে হবে, তা নয়। ঘরে বসেই দোয়া করতে পারেন।

অনেকে কবরের সামনে বসে থাকেন, টাকা দিয়ে কোরআন পড়ান। এগুলো আবেগ ছাড়া আর কিছু না। এগুলো বৈধ বা ইসলামিক কোনো পদ্ধতি নয়।



মন্তব্য চালু নেই