‘কন্ট্রাক্ট কিলিং’ পুলিশ করে না : ডিএমপি কমিশনার বেনজির

ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেছেন, ‘‘কন্ট্রাক্ট কিলিং’ পুলিশ করে না।’

সোমবার দুপুরে মতিঝিলের বক চত্বরে ফরমালিন বিরোধী প্রচারাভিযানে পুলিশের গুলিতে নিহত দুই ছিনতাইকারীর মৃত্যু সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ শহরের প্রতিটি নাগরিকের জীবন মূল্যবান। চুরি-ডাকাতি-ছিনতাই করে কেউ পার পেয়ে যাবে এটা হতে পারে না। সরকার আমাদের অস্ত্র দিয়েছে রাষ্ট্র ও সরকারে প্রয়োজনে। সরকারের জন্য আমাদের যেখানে যা করা প্রয়োজন আমরা তাই করবো।’

এর আগে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফরমালিন বিরোধী স্টিকার ডিএমপি কমিশনার মতিঝিলের বিভিন্ন গাড়িতে লাগান।

কমিশনার বলেন, ‘বিদেশি ফলে ফরমালিন পরীক্ষার অনুমতি পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হোসেন, আব্দুল জলিল ভুইয়া, আব্দুল জলিল মণ্ডল, ইবরাহীম ফাতেমী এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই