কনের চান্দিনার বাড়িতে রেলমন্ত্রীর বিয়ে

রেলমন্ত্রী মুজিবুল হকের পরিবার এরই মধ্যে বিয়ের কার্ড বিতরণ শুরু করেছেন। বিয়ের কার্ডে বৌ-ভাতের তারিখ উল্লেখ করা হলেও বিয়ের তারিখ জানানো হয়নি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদ, বিয়ের দিনক্ষণ ও বৌ-ভাত অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৯ অক্টোবর মন্ত্রীর গায়ে হলুদ ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর চান্দিনার জামাই হিসেবে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। ৫শতাধিক বরযাত্রী নিয়ে রেলমন্ত্রী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা গ্রামে যাবেন।

কনে হনুফা আক্তার রিক্তার গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা গ্রামে। বরের আগমণ উপলক্ষ্যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন চত্বরের ২ নম্বর এলডি হলে সন্ধ্যা ৭টা থেকে বৌ-ভাত অনুষ্ঠিত হবে।

কনের এক নিকট আত্মীয় জানান, বরের নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রাম এবং নিজ জেলা কুমিল্লাসহ মন্ত্রী, সচিবসহ উচ্চ পদস্থ ২ শত রাষ্ট্রীয় অতিথি মিলিয়ে সর্বমোট ৫-৬শ’ বরযাত্রী চান্দিনায় আসার সম্ভাবনা রয়েছে। ভিআইপিসহ অতিথিদের মেহমানদারীর দায়িত্বে থাকবেন গ্রামের দেড়শত জন লোক।

ডেকোরেশন, আলোকসজ্জার কাজ ২২ অক্টোবর শুরু হবে বলে জানান তিনি। ঢাকা এবং কুমিল্লার দক্ষ টেকনেশিয়ানরা ওই কাজ করবেন।

বিয়ের রান্না করবেন কুমিল্লা ক্লাবের প্রধান বাবুর্চি মিল্টন রোজারিও। বাবুর্চি মিল্টন তার সহযোগীদের নিয়ে ২৯ তারিখ রাতে কনের পিত্রালয় মিরাখোলা গ্রামে পৌঁছবেন। ওই রাত থেকেই তারা রান্নার প্রস্তুতি নেবেন।

একটি সূত্র জানায়, বিয়েতে মেনু হিসেবে কাচ্চি, রোস্ট, জালি কাবাব, জর্দ্দা ও চাটনি রয়েছে। কনের বাড়িতে উভয় দিকে ১২শ’ মানুষের খাবারের আয়োজন করা হয়েছে।

এদিকে শেষ পর্যায়ে রয়েছে কনের বাড়ির সড়ক সংস্কার কাজ। কনের বাড়িতে যাওয়ার রাস্তাঘাট নির্মাণ কাজ আগামী ২৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আশা প্রকাশ করেন। বিয়ে উপলক্ষ্যে মেয়ের দুই প্রবাসী ভাই মো. আলাউদ্দিন এবং মো. নাছির উদ্দিন এখন গ্রামেই অবস্থান করছেন।

চৌদ্দগ্রাম উপজেলার বশুয়ারার এক ধার্মিক বংশে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব জন্মগ্রহণ করেন। বাবা মৃত রজ্জব আলী। মা মৃত সোনাবান বিবি। আট ভাই ও এক বোনের মধ্যে মুজিবুল হক সবার ছোট।

মন্ত্রী বিয়ে করতে যাচ্ছেন, চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা গ্রামে মরহুম হাবিব উল্লাহ মুন্সী ও গৃহিণী জোসনা বেগমের ছোট মেয়ে হনুফা আক্তার রিক্তাকে।



মন্তব্য চালু নেই