কণ্ঠবীথির সহস্রতম আবৃত্তি বৈঠক অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি ॥  শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে সহ¯্রতম সাপ্তাহিক আবৃত্তি বৈঠক উদযাপন করেছে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি। দীর্ঘ উনিশ বছর ধরে প্রতি শুক্রবার কণ্ঠবীথি নিয়মিত সাপ্তাহিক আবৃত্তি বৈঠকের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার সহ¯্রতম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কণ্ঠবীথি সূত্রে জানা গেছে, সহ¯্রতম বৈঠক উপলক্ষে আছাদুজ্জামান মিলনায়তনে দিনভর অনুষ্ঠানমালা হাতে নেয়া হয়। ১৯৯৮ সাল থেকে অদ্যাবধি যেসব সদস্য বিভিন্ন সময়ে বৈঠকে অংশ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বসবাস করছেন তাদের অধিকাংশই এ উৎসবে অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় কেক কাটা ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর স্মুতিচারণ, সাংগঠনিক কর্মসূচির পর কণ্ঠবীথির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি।

সংগঠনের আহবায়ক মাজহারুল হক লিপু জানান, দীর্ঘ ১৯ বছরে আমাদের কোন সাপ্তাহিক বৈঠক বন্ধ থাকেনি। যেকোন দূর্যোগের মাঝেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কণ্ঠবীথির এ বৈঠক শুধু আবৃত্তি চর্চা নয়. নতুন প্রজন্মকে বাঙ্গালি চেতনায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে।



মন্তব্য চালু নেই