‘কখনো বার্সা ছাড়বে না মেসি’

লিওনেল মেসি কখনোই বার্সেলোনা ছাড়বেন না বলে জানিয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ। গত মৌসুমে লিওনেল মেসি কাতালান ক্লাব ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাবেন বলে জোর গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন তখন উড়িয়ে দিয়েছিলেন কোচ লুইস এনরিক।

আগের মৌসুমের শুরুটা ভালো না কাটলেও সময় যতো বাড়তে থাকে লিওনেল মেসির ফর্মের ধারও ততো বাড়তে থাকে। গেল মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক ৫৭ ম্যাচে ৫৮ গোল করে তিন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রেবল জেতান। মেসির পারফরম্যান্সের ওপর ভর করেই গত মৌসুমে প্রথম ক্লাব হিসেবে বার্সা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয় করে ইতিহাস রচনা করে।

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ বলেন, ‘মেসি তার ক্যারিয়ারের বাকি সময়টুকু বার্সেলোনার হয়ে খেলবে। সে এখনো অনেক বছর ফুটবলে খেলতে পারবে। কে কি ভাবলো সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তবে কোথায় ক্যারিয়ারের ইতি টানতে হবে মেসি সেটা ভালো করেই জানে।’

এরপর তিনি মেসির প্রশংসা করে বলেন, ‘মানুষের (খেলোয়াড়দের) যখন বয়স বাড়ে তখন তাদের পারফরম্যান্সের ধার কমতে থাকে। তবে তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সও দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। তার ঐশ্বরিক প্রদত্ত প্রতিভা রয়েছে।’



মন্তব্য চালু নেই