কক্সবাজারে তৈরি হবে বাংলাদেশর মেলবোর্ন

অস্ট্রেলিয়ার ইয়ারা পার্কে অবস্থিত বিশ্বের দশম সর্ববৃহৎ স্টেডিয়াম হিসেবে পরিচিতি এবং অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ স্টেডিয়াম মেলবোর্ন গ্রাউন্ড।

যার লক্ষাধিক আসনের দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। আর সেই মেলবোর্ন গ্রাউন্ডের মতো এবার বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে তেমনি একটি স্টেডিয়াম। বাংলাদেশের এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে অস্ট্রেলিয়ার মেলবোনের গ্রাউন্ডের মতো। বাংলাদেশের কক্সবাজারে এক লক্ষ আসনের এই স্টেডিয়ামটি তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এমনটি জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।

জাহিদ আহসান রাসেল জানান, কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ছাড়াও আরেকটা এক লাখ আসন বিশিষ্ট স্টেডিয়াম করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। পর্যটনের মূল কেন্দ্র হচ্ছে কক্সবাজার। তাই কক্সবাজারে যেন আরও পর্যটক বাড়ানো যায়, মানুষকে আকৃষ্ট করার জন্য স্টেডিয়াম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামটিকে ১ লাখ আসনবিশিষ্ট করার স্বপ্ন রয়েছে।



মন্তব্য চালু নেই