৫০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী ও বিজিবির মধ্যে বন্দুকযুদ্ধে ৪ বিজিবি সদস্য আহত

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ী ও বিজিবি সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ৪ বিজিবি সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এসময় ৫০ হাজার  ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়াসংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য খোরশেদ আলম, মিন্টু দাস, মো. মজিদ ও নুরুল ইসলামকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ইয়াবা ব্যবসায়ী মো. ইসমাইল (৪২)। তাকে ঘটনাস্থল থেকে আটক করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ইসমাইল মৗলভীপাড়ার নুর সুলতানের ছেলে। বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে তার নেতৃত্বে রাত ১০ দিকে মৌলভীপাড়ার বেড়িবাঁধসংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় ৫/৬ জন লোক একটি নৌকা থেকে নেমে আড়াই নম্বর স্লুইসগেটসংলগ্ন বেড়িবাঁধে উঠে পাশের মাঠের দিকে যাচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর ইসমাঈল ছাড়া বাকি ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বিজিবির ওই ৪ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইসমাঈলকে আটক করা হয়। সেখান থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়। আহত ইসমাইল বিজিবিকে জানান, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি তারা টেকনাফ নিয়ে যাচ্ছিলেন। বন্দুকযুদ্ধে তাদের আরেক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় পার্শ্ববর্তী গ্রামে আত্মগোপন করেছেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 



মন্তব্য চালু নেই