ওয়ান ইলেভেনের কারণ জাপা : এরশাদ

ওয়ান ইলেভেনের কারণ জাতীয় পার্টি (জাপা)। দলটির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেন এল কেন? আমাদের কারণে। আন্দোলনের ডাক দেওয়া হলো—নো-এরশাদ, নো-ইলেকশন। শেষ পর্যন্ত ওই নির্বাচন হলো না। ওয়ান-ইলেভেনের পরে ২০০৮ সালে নির্বাচন হলো।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতির বক্তব্যে এরশাদ এই কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে অবহেলা করার সুযোগ নেই। জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

নিজ দলকে গৃহপালিত বিরোধী দল স্বীকার করে এরশাদ বলেন, ‘আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি। হয়েছি গৃহপালিত বিরোধী দল। যদি হতে পারতাম আমরাই পরবর্তীতে ক্ষমতায় যেতাম।’

বিএনপির তীব্র সমালোচনা করে প্রাক্তন এ রাষ্ট্রপতি বলেন, ‘বিএনপির এ অবস্থার জন্য দলটিই দায়ী। তারা অপকর্ম করেছে, এখন এর সঠিক জবাব পাচ্ছে। বিএনপি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মহান আল্লাহ এই বিশ্বাসঘাতকতার সঠিক বিচার করেছেন। তাই বিএনপির আজ করুণ অবস্থা।’

আসন্ন জাতীয় সম্মেলন সফল করে জাপাকে গণমানুষের দলে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, ড. হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহম্মদ বাবুল, মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ।



মন্তব্য চালু নেই