ওয়ানডে স্কোয়াড ঘোষণা

একমাত্র টেস্ট শেষ হওয়ার পরপরই ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের জন্যে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সন্ধ্যায় এ স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

আগামী ১৮, ২১ ও ২৪ জুন প্রাক্তন চ্যাম্পিয়নদের বিপক্ষে ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। খেলা শুরু হবে বিকেল ৩টায়।

ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা রনি তালুকদার এবারও ঠাঁই পেয়েছেন দলে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবুল হাসান রাজু ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।



মন্তব্য চালু নেই