ওবামা-নেতানিয়াহু বৈঠক

সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মিলিত হতে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু কর্মসূচির নিয়ে ছয়জাতির সঙ্গে তেহরানের চুক্তি স্বাক্ষরের পর দুই নেতার এটিই প্রথম বৈঠক। ওই চুক্তির ঘোর বিরোধী ছিলেন নেতানিয়াহু। তখন এ নিয়ে ওবামার সঙ্গে তার ব্যাপক মতবিরোধ দেখা গিয়েছিল।

রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার একান্ত বৈঠকে সিরিয়া সঙ্কট, ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা এবং ইরান চুক্তি প্রাধন্য পাবে। গত ১৩ মাসের মধ্যে ওবামার সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। এই বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার শান্তি চুক্তি নিয়ে কোনো কথা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন হোয়াইট হাউস কর্মকর্তারা।

ওবাম-নেতানিয়াহু এমন এক সময়ে বৈঠক করছেন যখন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে। গত পহেলা অক্টোবর থেকে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে শুরু হওয়া এই সংঘর্ষে ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহত ইসরায়েলিদের সংখ্যা ১০।



মন্তব্য চালু নেই