ওবামাকে নিয়ে রসিকতা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে রসিকতা করলেন ইসরায়েলের এক মন্ত্রীর স্ত্রী। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী সিলভান শালোমের স্ত্রী জুডি শালোম নির মোজেস প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে তার টুইটার পেজে লিখেছেন, ‘ওবামা কফি কী, আপনারা জানেন কি?’ পরের বাক্যে এর উত্তরও লিখেছেন তিনি, ‘কালো এবং দুর্বল।’

জুডি শালোম ইসরায়েলে বহু পরিচিত একজন টিভি ব্যক্তিত্ব। টুইটারে ৭৪ হাজার ৪০০ ফলোয়ার রয়েছে তার। টুইট করার সঙ্গে সঙ্গেই শত শত মন্তব্য আসতে থাকে। অনলাইনে ভাইরাল হয়ে যায় জুডি শালোমের পোস্টটি। অনেকে স্ক্রিন শট দিয়ে তার টুইট অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন।

ওবামাকে নিয়ে এ ধরনের রসিকতার ফল যে কী হতে পারে, তা অবশ্য পরে বুঝেছেন জুডি শালোম। এতে ওবামাকে জাতিগতভাবে ছোট করা হয়েছে। কৃষ্ণাঙ্গ হিসেবে ওবামাকে অবমাননা করা হয়েছে, তাকে দুর্বলের সঙ্গে তুলনা করা হয়েছে।

কী সাংঘাতিক! ওবামাকে সাম্প্রদায়িকতার সুচ ফোটানো? বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীকে কঠোর সামলোচনায় বিদ্ধ করা হচ্ছে। জুডিকে একজন লিখেছেন, ‘আপনি কি উম্মাদ হয়ে গেছেন?’

oba

পরিস্থিতি বুঝে ওঠার পরেই সরাসরি ওবামাকে সম্বোধন করে ক্ষমা চেয়েছেন জুডি শালোম। টুইটে লিখেছেন, আমি ক্ষমা চাচ্ছি। যে বাজে জোকটি (কৌতুক) আমি পোস্ট করেছি, তা কেউ আমাকে শুনিয়েছিল।’ তিনি আরো লিখেছেন, ‘জাতি ও ধর্ম যা-ই হোক, আমি মানুষকে ভালোবাসি।’

এ ছাড়া দাম্পত্য জীবনে এই টুইটের প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা থেকে জুডি লিখেছেন, ‘কারো প্রতি যদি কোনো অঘটনের কারণ হয়ে দাঁড়ায়, সেজন আমি দুঃখিত। আশা করি, আমার স্বামী যখন দেশে ফিরবে এবং এ কথা শুনবে, তখনো যেন আমি বিবাহিত থাকি।’

বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টির জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী শালোমও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি করা নিয়ে বিতর্কিত।

জুডি শালোম মোজেস ইসরায়েলের প্রভাবশালী মোজেস পরিবারের সন্তান। ইসরায়েলের সবচেয়ে বেশি বিক্রীত ইয়েডিয়ট আহারোনোট পত্রিকার মালিক মোজেস পরিবার। এ ছাড়া রেডিও এবং টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন জুডি শালোম।

এর আগেও বিতর্কিত মন্তব্য করার জন্য সামালোচিত হন জুডি শালোম।

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



মন্তব্য চালু নেই