ওবামাকে চিঠি দেননি খামেনি : ইরান

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চিঠি পাঠানোর খবর নাকচ করে দিয়েছে তেহরান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি এক কূটনীতিবিদের বরাত দিয়ে জানিয়েছিল, গত বছর অক্টোবরে পাঠানো ওবামার চিঠির জবাবে সম্প্রতি খামেনি তাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। তবে এতে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ওবামা তার চিঠিতে বলেছিলেন, ইরানের পরামাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি হলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সম্পর্ক গড়ে উঠতে পারে।
শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়া আফখাম বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল যে দাবি করেছে, তা মার্কিন সংবাদ মাধ্যমের অপেশাদারিসুলভ আচরণ। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট যেসব চিঠি দিয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে সেসব চিঠির জবাব দেওয়া হয়েছে। নতুন করে কোন চিঠি দেওয়া হয়নি।



মন্তব্য চালু নেই