এসব ‘ভুতুড়ে জাহাজ’ কাদের?

জাপান উপকূলে ভাসছে পরিচয়হীন কয়েকটি ভুতুড়ে জাহাজ। না আছে ক্রু, না আছে কোনো দেশের পতাকা। তবে এই জাহাজগুলো কাদের? এ নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

গত দুই মাসে কমপক্ষে ১৩টি কাঠের জাহাজ জাপানের পশ্চিম উপকূলে ভাসতে দেখা গেছে, যাতে পচনধরা ২০টি লাশ ছিল। নৌকাগুলোর পরিচয় সম্পর্কে খুব সামান্য জানতে পেরেছে অনুসন্ধানকারীরা। তবে এগুলোর মালিকানা সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন তারা।

অনুসন্ধাকারীরা অন্তত এতটুকু জানতে পেরেছেন, জাহাজে দীর্ঘদিন পড়ে থাকায় লাশগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে।

জাপান বা রাশিয়ার পূর্ব উপকূলে এ ধরনের ভুতুড়ে জাহাজের ভেসে আসা নতুন কিছু নয়। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, গত বছর এ ধরনের পরিচয়হীন ৬৫টি জাহাজ ভেসে আসে। কিন্তু এবার কাছাকাছি সময়ে এতগুলো জাহাজ ভেসে আসা আগের চেয়ে অনুপাতিক হারে বেশি।

এদিকে জাপানের কোস্টগার্ড বলছে, এসব ভুতুড়ে জাহাজ উত্তর কোরিয়ার মাছধরা জাহাজ হতে পারে। এখন মাছ ধরার মৌসুম। অন্তত একটি নৌকায় কোরীয় চিহ্ন রয়েছে, যা থেকে বোঝা যায় এটি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত জাহাজ। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মৎস্য শিকারে ব্যাপকভাবে নিয়োজিত। অবশ্য অন্যান্য দেশের সামরিক বাহিনীও তা করে থাকে।

তবে জাহাজগুলো যে উত্তর কোরিয়া থেকে ছেড়ে এসেছে, এমনটি নিশ্চিত হওয়ারও কোনো উপায় নেই।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই