এসপির সঙ্গে নজরুলের স্ত্রীর সাক্ষাতে র‌্যাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ

র‌্যাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে লিখিত এ অভিযোগ দেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ে যান। তখন তার সঙ্গে ছিলেন- নিহত নজরুলের শ্বশুর সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, ভাই আব্দুস সালাম, শ্যালক সাইদুল ইসলাম এবং সম্প্রতি নূর হোসেনের জেঠাতো ভাই মোবারকের দায়ের করা মিথ্যা মামলার আসামিরা।
পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘এর আগে মৌখিকভাবে র‌্যাবের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিলাম, সে সবই লিখিতভাবে এসপির কাছে জমা দিয়েছি।’
নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, ‘প্রশাসনের লোকজন জড়িত না থাকলে নূর হোসেন ও তার সহযোগীদের পক্ষে এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব নয়। নূর হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তার করা না হলে সিদ্ধিরগঞ্জে কেউ নিরাপদ নয়। নতুন এসপি আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুত খুনীদের গ্রেপ্তার করার চেষ্টা করছেন। সম্প্রতি নজরুল ও তার সমর্থকদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছিল সেই মামলার বিষয়েও ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।’
সেলিনা ইসলাম আরো বলেন, ‘স্বামীর লাশ পাওয়ার পর দু’দিন পর হুমকি এসেছিল। এখন হুমকি না এলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া আসা বন্ধ করে দিয়েছি। মামলার সুরহা না হওয়া পর্যন্ত ওদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি।’
এসময় তিনি নজরুল হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।



মন্তব্য চালু নেই