এশিয়াকাপে আর খেলতে পারবেন না ধোনি!

ধোনির এশিয়াকাপ শেষ। এক বুক আশা নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। এই ধোনি এখন আর খেলতে পারবেন না এবারের এশিয়াকাপে। এমনকি তার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়েও শঙ্কা রয়েছে।

অনেকেরই জানা আছে যে, সোমবার ঢাকায় অনুশীলন করার সময় আহত হন ধোনি। এই আহত হওয়াটাই কাল নিয়ে আসে ধোনির। ধোনি পিঠে চোট পান। এটি খুব মারাত্মক না হলেই চিকিৎসক বলেছেন, তাকে সুস্থ হতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় নিতে হবে।

ধোনির জন্য বসে থাকবে না এশিয়াকাপ। ৬ মার্চ এশিয়াকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর এশিয়াকাপে ধোনি হয়তো থাকবেন দর্শকের ভূমিকায়।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধোনি কতটা ফিট হতে পারেন এ নিয়ে এখন আগ্রহ ক্রিকেটপ্রেমীদের।



মন্তব্য চালু নেই