এমবিবিএস ১৮তম ব্যাচের তৃতীয় বর্ষপূর্তি উৎযাপন

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয়: রবিবার (১৩ মার্চ) সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে ”অদম্য অপরাজিত ১৮তম ব্যাচ” শিরোনামে অনুষ্ঠিত হল এমবিবিএস ১৮ তম ব্যাচের তৃতীয় বর্ষপুর্তি অনুষ্ঠান।

গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মেসবাহউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্ত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ফরিদা খানম, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুনজিবা শামস এবং কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডাঃ কে এম রেজাউল হক।

অনুষ্ঠানের প্রথমার্ধে অতিথিবৃন্দের আলোচনা সভা দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অতিথিবৃন্দ ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা কেক কাটার মধ্য দিয়ে তৃতীয় বর্ষপুর্তি উৎসবের উদ্ভোদন করেন। পরে অনুষ্ঠানের সভাপতি গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশেষ অতিথিবৃন্দের মাধ্যমে ‘অদম্য ১৮’ নামক ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এমবিবিএস এর ১৮তম ব্যাচ সহ অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহনে গান, নাচ, আবৃত্তি, কৌতুক ও নাটক অনুষ্ঠিত হয়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মেসবাহউদ্দিন আহম্মেদ ১৮তম ব্যাচকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের মাঝে অনেক মেধাবী মুখ লুকিয়ে আছে। তোমরা যদি তোমাদের মেধার চর্চাটা ঠিক মত চালিয়ে যাও তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারবে। চর্চাতেই মেধার পরিণত বিকাশ ঘটে।

আকর্ষনীয় কনসার্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ পর্বের সমাপ্তি ঘটে।



মন্তব্য চালু নেই