এমপি লিটন হত্যা : প্রধান সন্দেহভাজনসহ আটক ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আশরাফুল ও তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে তাদের আটক করে র‌্যাব-১ এর সদস্যরা।

আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজী ইউনূসের ছেলে।

বৃহস্পতিবার র‌্যাবে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানূর রহমান ভূইয়া তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় সাংসদ লিটনকে। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই