এমপির তোপের মুখে পূর্তমন্ত্রী, সমর্থকদের মধ্যে হাতাহাতি

নিজ দলীয় সংসদ সদস্য ডা. আফসারুল আমিনের তোপের মুখে পড়েন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞ প্রকৌশলীদের উপস্থাপিত মতামতের পক্ষে বিপক্ষে মত দেয়া নিয়ে তোপের মুখে পড়েন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্প নিয়ে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘টেকসই উন্নয়ন জনবান্ধব গণপরিবহন : আমাদের করনীয়’ শীর্ষক এক সেমিনারে এ ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস ছালাম ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা।

সেমিনারের শুরুতে চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের কার্যকারিতার বিপরীতে মতামত তুলে ধরেন প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া। এসময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পাশে বসা ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন এমপি।

ডা. আফসারুল আমিন ফ্লাইওভারের বিষয়ে পূর্তমন্ত্রীর বিভিন্ন সময় দেয়া বক্তব্য নিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি কখনো ফ্লাইওভারের বিপক্ষে কথা বলেন, আবার কখনো সেই ফ্লাইওভার বিমানবন্দর পর্যন্ত নিয়ে যান।

তিনি বলেন, আমাদের কাছে এর যথেষ্ট তথ্য-প্রমাণ আছে, এ বিষয়ে আপনি প্রধানমন্ত্রীকেও বুঝিয়েছেন আবার প্রধানমন্ত্রীকে দিয়ে এসব ফ্লাইওভার উদ্বোধনও করিয়েছেন। আপনাকে এমন দৈত নীতি পরিহার করতে হবে।

এসময় এমপি ডা. আফসারুল আমিন উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। পরে পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভুল বোঝাবুঝি হয়েছে বলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে চাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে অপেক্ষমান ডা. আফসারুল আমিনের সমর্থকরা মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

পরে পূর্তমন্ত্রী আবারো উপরে উঠে গিয়ে জানান, তাকে বের হতে দেয়া হচ্ছে না। এসময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্যরা এসে মন্ত্রীকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে সহায়তা করেন।

প্রসংঙ্গত, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম মিরসরাই আসনের সরকার দলীয় সাংসদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রক মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

অন্যদিকে ডা. আফসারুল আমিন চট্টগ্রাম ১০ আসনের সরকারদলীয় সাংসদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।



মন্তব্য চালু নেই