‘এমপিরা প্লট চায়, আমি এ্যাপার্টমেন্ট দেব’

‘অনেক এমপি (সংসদ সদস্য) আমার কাছে প্লট চায়। কিন্তু আমি তাদের এ্যাপার্টমেন্ট দেব।’

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার ১৫তম আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল স্টেট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের জমি কম। কিন্তু জনসংখ্যা অনেক। আমার অধীনে রাজউক, চট্টগ্রাম ও রাজশাহীতে নগর উন্নয়ন কেন্দ্র রয়েছে। এসব এলাকার এমপিরা আমাদের কাছে প্লট চায়। কিন্তু আমি বলেছি, আর প্লট দেওয়া যাবে না, এ্যাপার্টমেন্ট দেব।’

Exif_JPEG_420

তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ইমারত নির্মাণে মনোযোগী। কারণ আমাদের জমি সীমিত। ঢাকা শহরের সুয়ারেজ সিস্টেম ভাল নয়। ঢাকা দুর্গন্ধের নগরী। এখানে দুর্গন্ধের জন্য ভালোভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। তাই সুয়ারেজ ব্যবস্থা উন্নত করতে হবে। তা না হলে গুলশান ও ধানমণ্ডি লেক দূষিত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেন, ‘আমাদের দেশে প্রচুর সোলার সিস্টেম নির্মাণ করেছি। গত নভেম্বর মাসে আমরা তিন লাখ বাড়িতে বিদ্যুৎ দিয়েছি। এ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব।’

তিনি বলেন, ‘এখন আমাদের পশ্চিমাদের দিকে না তাকিয়ে নিজেদের দিকে মনোযোগী হতে হবে। নিজেদের কৃষ্টি, কালচারকে প্রধান্য দিতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত এডওয়ার্ড ডেল রোসাল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জহিরুল ইসলাস মজুমদার।

সেমস গ্লোবাল আয়োজিত এবারের প্রদর্শনীতে ১০ দেশের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।



মন্তব্য চালু নেই