এমন পাকিস্তান নিয়ে বিরক্ত আফ্রিদিও

বিয়ে থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনে ভারতীয় প্রথায় চলে পাকিস্তানের মানুষ! দেশটির অনেক বাড়িতেই বিনোদনের অন্যতম মাধ্যম ভারতীয় সিনেমা। তা সত্ত্বেও ভারতকে কেন ঘৃণার চোখে দেখে পাকিস্তানের লোকজন? এমন প্রশ্নই পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক শহিদ আফ্রিদির। ভারত-বিদ্বেষী এমন পাকিস্তান নিয়ে বিরক্ত তিনিও।

ক্রিকেটের ক্ষেত্রে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা মানেই চরম উত্তেজনার। তাই বলে এক দেশের মানুষ অপর দেশকে ঘৃণার চোখে দেখবে? এমন প্রশ্ন ছুড়েই পাকিস্তানি মিডিয়াকে আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না যে পাকিস্তানের মানুষ কেন ভারতের এতটা বিরোধিতা করে? বিশ্বে আর কোনো দল নেই, কেন একটা দলকেই (ভারত) ঘৃণা করতে হবে?’

পাকিস্তানি লোকদের কিছু খামখেয়ালিপনা বিষিয়ে তুলছে আফ্রিদিকে। পাকিস্তানের দলপতি বলেন, ‘দেখবেন, পাকিস্তানের প্রত্যেকটি বাড়িতে ভারতীয় বিনোদন চলে। আমাদের দেশের অধিকাংশ বিয়েতে ভারতের প্রথা অনুসরণ করি। আমরা ভারতের সিনেমা দেখি। আপনি যদি ভারতকে ঘৃণা করেন, তাহলে তাদের সংস্কৃতিতে গা ভাসাচ্ছেন কেন? খেলাধুলাকে তার নিজস্ব জায়গায় রাখা উচিত, যুদ্ধের কাতারে নয়।’

পাকিস্তানে যেমন ভারত-বিদ্বেষ, তেমনি ভারতেও চলছে একই কাণ্ড। দুই দেশের রাজনৈতিক বৈরিতা ঠাঁই পেয়েছে খেলাধুলায়। প্রভাব ফেলছে আসন্ন টি-২০ বিশ্বকাপেও। নিরাপত্তা দেয়া-নেয়া নিয়ে ঘোর আপত্তি দুই দেশের। আপাতত স্থগিত রাখা হয়েছে পাকিস্তান দলের ভারত যাত্রা। এই জট খুললেও পাকিস্তান নাকি নিরাপত্তাহীনতায় ভুগবে, এমন আশঙ্কা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের!



মন্তব্য চালু নেই