‘এমন কিছু হবে আমরা আশা করিনি’

আরাফাত সানীর বিষয়টি ঠিক ছিল। কিন্তু তাসকিনের বিষয়টি মেনে নিতে পারছে না কেউ-ই। বিষয়টি মেনে নিতে পারছেন না বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও।

শনিবার এ বিষয়ে তিনি বলেন, ‘এভাবে আমাদের দুইজন খেলোয়াড়ের বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যাওয়াটা আমাদের জন্য বড় একটা ধাক্কা। এমন কিছু হবে আমরা আশা করিনি, তাসকিনেরটা তো অবশ্যই না। তবে কিছু করার নাই, এখানে ক্রিকেট খেলতে এসেছি। আমরা পেশাদার দল। যেটা হয়েছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। আগামীতে আমরা কিভাবে দল সেট করে ভাল খেলতে পারব সেটা নিয়েই আমাদের বেশি চিন্তা। সেই হিসেবে কোচ-অধিনায়করা পরিকল্পনা করবেন।’

তিনি আরো বলেন, ‘আইসিসি সর্বোচ্চ সংস্থা। তারা অনেক লম্বা একটা রিপোর্ট পাঠিয়েছে। আমরা সেটা পড়েছি। শব্দের অনেক রকম অর্থ থাকে, ব্যাখ্যা থাকে আমাদের সেটা দেখতে হবে। এরপর বোর্ড ঠিক করবে অামাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আমরা ম্যানেজমেন্ট থেকে এটুকুই করতে পারি, আগামী ২১ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ম্যাচ, তার আগে আমরা দলটা প্রস্তুত করে সেই ম্যাচে কতটা ভাল করতে পারি সেটাই আমাদের চিন্তা। আমরা সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকব।’



মন্তব্য চালু নেই