এমকে আনোয়ারের মুক্তিতে বাধা নেই

দুই মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য এম.কে আনোয়ার। এরফলে তার মুক্তিতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আনোয়ারের আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ আদেন দেন।

রাজধানীর ওয়ারী ও ভাটারা থানায় মামলা দুটি দায়ের করা হয়েছিল। এম.কে আনোয়ারের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট সগির হোসেন লিওন।

গত ১৮ আগস্ট থেকে কারাগারে আছেন বিএনপি নেতা এম.কে আনোয়ার। ওইদিন নাশকতার এক মামলায় কুমিল্লার একটি আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

তার আইনজীবীরা জানিয়েছেন, আজকেই এই দুটি মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা থাকলো না।



মন্তব্য চালু নেই