এবিএম মূসার মরদেহ জাতীয় প্রেসক্লাবে

জাতীয় সংসদ ভবনে সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এবিএম মূসার জানাজা হবে না। তার মরদেহ এখন জাতীয় প্রেসক্লাবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লাশবাহী গাড়ি রওয়ানা হয় প্রেসক্লাবের পথে।
এবিএম মূসার ভাতিজা ফিরোজ মোস্তফা জানান, এবিএম মূসা মৃত্যুর আগে বলে গেছেন তার লাশ যেন দ্রুত কবরস্থ করা হয়। এ জন্য সংসদ ভবনে নেয়া হয়নি। জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও শুভাকাঙ্বখীদের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি ফেনীতে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামে তাকে দাফন করা হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে তার প্রথম জানাজা হয়।
উল্লেখ্য, বুধবার বেলা সোয়া ১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রবীণ সাংবাদিক এবিএম মূসা মারা যান।



মন্তব্য চালু নেই