এবার ৫ লাখ শরণার্থীকে আশ্রয় দেবে জার্মানি

চলতি বছর জার্মানি ৫ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে যাচ্ছে। মঙ্গলবার দেশটির শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে হেনিস্কি নামে দেশটির একটি দৈনিক পত্রিকা এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতির কারণে গত বছর সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশ থেকে ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল নামে। ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশই শরণার্থীদের আশ্রয় ইস্যুতে কঠোর অবস্থান নেয়। তবে জার্মানি শরণার্থীদের জন্য তাদের দরজা খোলা রাখার ঘোষণা দেয়। গত এক বছরে দেশটিতে প্রায় ১১ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। তবে সম্প্রতি শরণার্থী ইস্যুতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিরোধী দলগুলো।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিরি অভিবাসন ও শরণার্থী বিষয়ক কার্যালয় (বিএএমএফ) এবং শ্রম বিভাগের প্রধান কর্মকর্তা ফ্রাঙ্ক জুয়েরজেনকে বিপুল সংখ্যক শরণার্থীর বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হয়নি বলে জানিয়েছে দৈনিকটি।



মন্তব্য চালু নেই