এবার হাসিনাকে পাল্টা জবাব দেয়া হবে : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার বিরোধীদের আন্দোলনে পুলিশ দিয়ে বাধা দেয়া হলে তার পাল্টা জবাব দেয়া হবে।
তিনি বলেন, ‘সরকার আন্দোলন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে ভালো কথা, কিন্তু এবার যদি অন্যায়ভাবে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে রাজপথের আন্দোলন বানচালের চেষ্টা করা হয় তাহলে শেখ হাসিনাকে এবার পাল্টা জবাব দেয়া হবে।’
বুধবার জাতীয় সংসদের এলডি হলে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে থাকার সময় নেই। এখন সময় এসেছে প্রতিবাদ করার। জুলুম জালিমবাজ সরকার বিরোধীদের উপর নির্যাতন চালাচ্ছে। কাজেই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ঈদের সময় প্রতিনিয়ত চাঁদাবাজি ও ডাকাতি চলছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশব্যাপী গুম-খুন বৃদ্ধি পায়। কাজেই দেশবাসীকে রক্ষা করতে এই রাজনীতির পরিবর্তন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ভোটবিহীন নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অবস্থা আরো খারাপ হবে। তাই নতুন ধারার রাজনীতির মাধ্যমে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।’
এসময় খালেদা জিয়া বিগত দিনের আন্দোলনে ঢাকা মহানগর বিএনপির ব্যর্থতার কথা স্বীকার করেন।

ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালামের সভাপতিত্বে ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইসমার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক জয়লান আবেদিন ফারুক, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এছাড়া ব্যারিস্টার রফিকুল হক, ড. পিয়াস করিমসহ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই