এবার সুন্দরবন তীরবর্তী আকাশলীনায় শুটিং হলো ইত্যাদির

এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং অনুষ্ঠিত হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন তীরবর্তী আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ইত্যাদির শুটিং শুরু হয়। এর আগে সোমবার দেবহাটা এলাকায় কিছু দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। এ সময় সঙ্গেই ছিলেন উপস্থাপক হানিফ সংকেত।

এদিকে, এ অনুষ্ঠানকে ঘিরে জেলার সব উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হাজির হয়েছেন এখানে। রয়েছে কড়া নিরাপত্তা। বিশেষ কার্ডধারী ও আমন্ত্রণপত্রধারী ছাড়া কাউকেই সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। নৌকায় চড়ে উপভোগ করেছেন দর্শকরা।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত ইত্যাদির এ শুটিং অনুষ্ঠানে শ্যামনগর আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মজ্ঞুরুল আলম, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলার সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই