এবার সিলেটের হাওরে ধরা পড়ছে ‘ইলিশ’

বাংলাদেশের হাওরগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। কিন্তু হাওরে ইলিশ মাছ পাবার কথা সাধারণত শোনা যায় না।

কিন্তু সিলেটের হাকালুকি হাওরে এবার এত বেশি ইলিশ মাছ ধরা পড়ছে যেটা স্থানীয়দেরও কিছুটা অবাক করে দিচ্ছে।

জুন-জুলাই মাসে মাঝেমধ্যে হাওড়ে ইলিশ ধরা পড়লেও সেটা খুব একটা বেশি নয় বলেই জানাচ্ছেন স্থানীয়রা।

সিলেটের মৌলভিবাজারে যে হাওর রয়েছে বিশেষ করে হাকালুকি হাওড় কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত থাকার কারণে ইলিশ মাছগুলো হাওড়ে চলে আসে।

মেঘনা থেকে কুশিয়ারায় আসে মাছগুলো আর কুশিয়ারা দিয়ে হাওরে সংযোগ আছে বলে ইলিশ হাওড়ে চলে আসে।

মৌলভিবাজার জেলা মৎস্য অফিসার শফিকুজ্জামান বলছিলেন, যে বছরে নদীতে বেশি পানি হয় হাওড়ে বেশি পানি থাকে সে বছরে বিভিন্ন সাইজের ইলিশ মাছ পাওয়া যায় হাওরে।

তবে এগুলোর বেশিরভাগের সাইজে ছোট হয় এবং স্বাদও ভালো নয় বলে জানালেন মি: শফিকুজ্জামান।

এই ইলিশের যে খাদ্যের অভ্যাস সেগুলো হাওড়ে পাওয়া যায় না ফলে তারা হাওরে বেশিদিন বাঁচেও না।

হাওরে যে খাবার খায় ইলিশ সেটার কারণে তাদের আকৃতিও ক্ষীণকায় হয়।

এগুলো ২৫-২৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

এ বছর হাকালুকি হাওর অংশে অনেক বেশি ইলিশ ধরা পড়েছে, আর পদ্মার ইলিশের ধারেকাছেও স্বাদ নয় বলে জানান মি: শামসুজ্জামান।

প্রতিবছরই জেলেরা মাছ ধরার সময় জালে দুই একটা ইলিশ ধরা পড়েই তবে এ বছর অনেক বেশি ধরা পড়ছে বলে জানাচ্ছেন এই কর্মকর্তা।-বিবিসি বাংলা



মন্তব্য চালু নেই