এবার সব দলে ৩৩ শতাংশ নারী রাখার নির্দেশ

দেশের বিভিন্ন খাতে নরীরা অবদান রাখায় এবার তাদের জন্য রাজনৈতিক দলের সব ধরনের কমিটিতে সদস্য অর্ন্তভুক্তির অগ্রগতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনে ২০২০ সালের মধ্যে দলীয় কমিটির সব স্তরে ৩৩ শতাংশ পদে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরার প্রতিশ্রুতি দিয়েছে নিবন্ধিত ৪০ টি দল।

দলগুলো গঠনতন্ত্রে সংশোধনী এনে নারী সদস্যকে পদে রাখার বিষয়ে ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার সময় পরবর্তী এক যুগের মধ্যে এ লক্ষ্যমাত্রা পুরণের কথা বলেছে।

ইতোমধ্যে আট বছর পার হতে চললেও মাত্র একবার কাউন্সিল সেরেছে প্রধান দলগুলো। আগামী চার বছরের মধ্যে আরো দু’টি কাউন্সিল করার কথা রয়েছে। এ অবস্থায় দলের নির্বাচিত কমিটিতে নারী সদস্য অর্ন্তভুক্তির বিষয়ে অগ্রগতি জানতে চাইছে ইসি।

সোমবার ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন,“গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারীর জন্যে সংরক্ষণে রাখার কথা বলেছে। এখন পর্যন্ত এ নিয়ে দলের অগ্রগতি কি তা জানতে আমরা চিঠি দেব। কমিশনের বিবেচনার জন্য এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হলেই দ্রুত সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে এ চিঠি যাবে” ইতোমধ্যে দলগুলোর ইতিবাচক মনোভাব থাকলেও নারী সদস্যের অন্তর্ভূক্তি তেমন হয় নি বলে মনে করেন তিনি।

নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধি মালায় বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে দলগুলোকে তাদের কমিটিতে ৩৩ শতাংশ পদে নারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।



মন্তব্য চালু নেই