এবার রাজধানীতে আলোর মিছিল করবেন এরশাদ

শান্তি সমাবেশ, গণঅনশনের পর এবার রাজধানীতে আলোর মিছিল করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। দেশে চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তির স্বপক্ষে আলোর মিছিলটি আগামী ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

আলোর মিছিল রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দৈনিক বাংলা, পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাবে শেষ হবে। আলোর মিছিলটি জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করবে।

আলোর মিছিল কর্মসূচি নিশ্চিত করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘দেশের চলমান সহিংসতা, নৈরাজ্যের প্রতিবাদে শান্তির সপক্ষে আমরা ২৪ ফেব্রুয়ারি বিকেলে আলোর মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের এ মিছিলে প্রধান অতিথি থাকবেন শান্তিরদূত হুসেইন মুহম্মদ এরশাদ।’

তিনি আরো জানান, ‘জাতীয় পার্টি এদেশে শান্তি চায়। আমরাই প্রথম শান্তির স্বপক্ষে সমাবেশ করেছি, গণঅনশন করেছি, এবার আলোর মিছিল করবো। আলোর মিছিলের প্রস্তুতির পাশাপাশি আমরা শ্যামপুর ও কদমতলীবাসী বৃহস্পতিবার থেকে প্রতিদিন বিকেলে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে শান্তির স্বপক্ষে মিছিল করবো।’



মন্তব্য চালু নেই