এবার যে দুটি দেশের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবেন মাশরাফিরা

এখন শ্রীলঙ্কাকে নিয়ে ভাবছে বাংলাদেশ। সম্প্রতি ভারতে ঐতিহাসিক একমাত্র টেস্টে লড়াই করার পরেও ২০৮ রানে হেরেছে টাইগাররা। এটাই বাংলাদেশের প্রথম ভারত সফর ছিল। ভারত সফর শেষে দেশে ফিরেই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ।

৭ মার্চ থেকে শুরু হওয়া এই সিরিজে থাকছে ২টি টেস্ট ও ২টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে। শ্রীলঙ্কা সফর শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। নিউ জিল্যান্ড-বাংলাদেশ- আয়ারল্যান্ড তিনটি দেশ অংশগ্রহণ করবে এই সিরিজে। আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে এই সিরিজ। ওয়ানডে ফরম্যাটে প্রতিটি দল ২টি করে ম্যাচ খেলবে। ভেনু এখনো নির্ধারিত হয়নি।



মন্তব্য চালু নেই