এবার যমুনা টিভির সংবাদকর্মীকে পুলিশের লাঠিপেটা

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় সিটি কর্পোরেশনের অবৈধ দখল উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হয়েছেন যমুনা টিভির ক্যামেরাম্যান আনিসুর রহমান।

বৃহস্পতিবার কাউনিয়া এলাকায় উচ্ছেদ চালাতে গেলে অবৈধ দখলদারদের বাধার সম্মুখিন হন অভিযানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। এক পর্যায়ে দখলদাররা নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এসময় অভিযানে নিয়োজিত পুলিশ ও নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত নগরভবনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নির্দেশে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় পুলিশ-দখলদার ও নগরভবনের কর্মকর্তা-কর্মচারীদের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জনের মতো আহত হন।

পরে পুলিশ হামলাকারীদের ধাওয়া করার সময় সেখানে কর্তব্যরত যমুনা টিভির ক্যামেরাম্যান আনিসুর রহমান পুলিশের লাঠিপেটার শিকার হন। পরে অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় কাউনিয়া এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।



মন্তব্য চালু নেই