এবার মানবিক বিভাগ থেকে বেশি ফেল

২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ ৮টি শিক্ষাবোর্ডের বিভাগ ভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি অকৃতকার্য (ফেল) হয়েছে মানবিক বিভাগে। এই বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৩৬ শতাংশ। সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৮৯ শতাংশ। এছাড়াও ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৮৮ দশমিক ৯৮ শতাংশ।

এই আট শিক্ষাবোর্ডের মোট ১৩ লাখ ২৮ হাজার ৪৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মোট ১১ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন।

বিজ্ঞান বিভাগে ৩ লাখ ৭৭ হাজার ৪৭৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ লাখ ৬১ হাজার ৯৪৬ জন, মানবিকে ৫ লাখ ২৮ হাজার ৬৭৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ লাখ ৪০ হাজার ৭০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ১৩৭ পরীক্ষার মধ্যে ৩ লাখ ৫০ হাজার ৭০৯ জন।

জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়েও পিছিয়েছে মানবিক। এবার এ বিভাগে মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০১ যা গতবারের তুলনায় ৬ জন কম। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ৮৯ হাজার ৩৮৪ পরীক্ষার্থী যা গতবার ছিল ৮৬ হাজার ২৭৫ জন। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৮৪ পরীক্ষার্থী গতবার ছিল ৯৩ হাজার ৬৩১ জন।

এবার সারাদেশে সাধারণ, মাদরাসা ও কারিগরি ১০ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ, মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ শিক্ষার্থী, গতবছরের তুলনায় পাসের হার বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ।



মন্তব্য চালু নেই