এবার দিনাজপুরে গণপিটুনি, নিহত দুই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে আট ডাকাত নিহতের পর এবার দিনাজপুরে ফিলিং স্টেশনে ডাকাতির সময় গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিনাজপুরের নতুন ভূষি এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ সময় একটি পিস্তল ও তিনটি মোটরসাইকেলসহ আরও চার ডাকাতকে আটক করে করেছে পুলিশ।

ফিলিং স্টেশনের মালিক গোপাল আগরওয়ালা জানান, রাত ৯টার দিকে একদল ডাকাত কয়েকটি মোটরসাইকেল নিয়ে তার ফিলিং স্টেশনে হামলা চালিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ফিলিং স্টেশনের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছয় ডাকাতকে ঘিরে ফেলে। পরে গণপিটুনি দিলে ডাকাতরা গুরুতর আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম খালেকুজ্জামান জানান, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমি কাহারোলের মন্দিরে বোমা বিস্ফোরিত স্থানে আছে। ডাকাতি ও ডাকাত নিহতের ঘটনাটি শুনেছি।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকানে ডাকাতির সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আট ডাকাত নিহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আবারও গণপিটুনিতে দুইজন নিহত হল।



মন্তব্য চালু নেই