এবার চীন সরকার উদ্ভাবন করলো রোবট পুলিশ

এই প্রথম রোবট পুলিশ উদ্ভাবন করলো চীন সরকার। এই রোবটি মানুষের মুখ চিনতে পারে। একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের পার্থক্য করতে পারে।

এই রোবটি পুলিশটি দেশটির বিভিন্ন রাস্তায় কাজে নেমে পড়েছেন। রোবটটির নাম দেয়া হয়েছে ই-পেট্রোল রোবট শেরিফ। এটি অপরাধী শনাক্ত করতে পারে। এজন্য রোবটিতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

ইকোনমিক ডেইলির এক প্রতিবেদনে রোবট পুলিশের তথ্য উঠে এসেছে।

রোবট পুলিশ অফিসার দেশটির বিভিন্ন সড়কে নিযুক্ত করার চিন্তা ভাবনা চলছে। এটি বাতাসের বিশুদ্ধতার পরিমাপ করতে পারে। পারে তাপমাত্রা নিরুপণ করতে এছাড়াও এটি সম্ভাব্য অপরাধীর গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম।

রোবটটির উচ্চতা ১.৬ মিটার। এতে স্বয়ংক্রিয় সিস্টেম ক্যামেরা এবং সেন্সর আছে। বর্তমানে রোবটটি চীনের হেনান প্রদেশের যেংহু ইস্ট রেলওয়ে স্টেশনে রয়েছে। রোবটি সেখানকার কর্মীদের চিনতে পারে। তাদের থেকে যাত্রীদের আলাদা করতেও পারে এটি।



মন্তব্য চালু নেই